• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

এবার ফ্রান্সের কাছ থেকে সুখবর পেল মরক্কো

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৯:১৪ পিএম

এবার ফ্রান্সের কাছ থেকে সুখবর পেল মরক্কো

আন্তর্জাতিক ডেস্ক

মরক্কোর জন্য শাপে বর হয়েছে কাতার বিশ্বকাপ। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের হেরে গেলেও বিশ্ববাসীর নজর কেড়েছে দেশটি। ফুটবল বিশ্বকাপের ইতিহাসেও প্রথম আফ্রিকান-আরর দেশ হিসেবে ইতিহাস গড়েছে দেশটি। মরক্কোর ফুটবলের এমন বিস্ময়কর উত্থানে একের পর এক সুখবর পাচ্ছে তারা। শুক্রবার (১৬ ডিসেম্বর) ফিফা জানিয়েছে, ২০২৫ সালে ক্লাব ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হবে মরক্কো। একই দিন ফ্রান্সের কাছ থেকেও সুখবর পেয়েছে দেশটি। খবর আল জাজিরা’র।

দীর্ঘ এক বছর ধরে ফ্রান্সের সঙ্গে ভিসা ইস্যু নিয়ে জটিলতা চলছে মরক্কোর। কিন্তু ফ্রান্স-মরক্কো সেমিফাইনালের দুই দিন পর সেই জটিলতা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। দুই দেশের মধ্যে কনস্যুলার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার কথা জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোন্না।

সেমিফাইনালে টান টান উত্তেজনার ওই ম্যাচে প্রত্যাশিতভাবেই মরক্কোকে হারায় ফ্রান্স। তবে ম্যাচের পর দুই দেশের সম্পর্কের মধ্যকার বরফ গলেছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে মরক্কোর রাজধানী রাবাতে রয়েছেন। শুক্রবার মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে কোলোন্না বলেন, আমাদের উদ্দেশ্য হলো ফ্রান্স ও মরক্কোর মধ্যে মানবীয় যোগাযোগ উন্নত করা এবং আমাদের দুই সমাজের মধ্যে গভীর আন্তঃসম্পর্ক বৃদ্ধি করা, যা আমাদের সম্পর্কের বিশেষ দিক।

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ