• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ভেঙে পড়ল বার্লিনের অ্যাকুরিয়াম

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৬:১৫ পিএম

ভেঙে পড়ল বার্লিনের অ্যাকুরিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

বার্লিনে কাঁচের তৈরি ১০ লাখ লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন অ্যাকুরিয়াম হঠাৎ ভেঙ্গে পড়েছে। এই একুরিয়ামে ১৫০০ মাছ ছিলো।

স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে এই অ্যাকুরিয়ামটি ভেঙ্গে পরে। সূত্র বিবিসি।

অ্যাকুরিয়ামটি বিশ্বের সর্ববৃহত এবং এতে ১০০ এর বেশি প্রজাতির দেড় হাজার বিদেশি মাছ ছিল।

বার্লিন পুলিশ জানিয়েছে, অ্যাকুরিয়াম বিস্ফোরণের পর ছিটকে আসা কাঁচের আঘাতে দুজন আহত হয়েছেন।

বার্লিনের ফায়ার সার্ভিসের মুখপাত্র বলেন, বেশিরভাগ মাছ মারা গেছে এবং ঠান্ডা আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। শতাধিক অগ্নিনির্বাপক কর্মী ঘটনাস্থলে রয়েছেন। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা সুস্পষ্ট নয়।অ্যাকুরিয়ামটি ফেটে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ পানিতে ডোমঅ্যাকুয়ারি কমপ্লেক্স পানি ও কাচের গুড়ায় সয়লাব হয়ে যায়। এই পানি রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

বার্লিনের মেয়র ফ্রানজিস্কা গিফি এই ঘটনাকে সুনামির সঙ্গে তুলনা করেছেন। তবে ঘটনাটি অনেক সকালে ঘটায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন। দিনের ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটলে হতাহতের আশঙ্কা থাকত বলে তিনি জানান।

উল্লেখ্য, অ্যাকুরিয়ামটি দুই বছর আগে আধুনিকীকরণ করা হয়েছিল এবং দর্শনার্থীদের ব্যবহারের জন্য ভিতরে একটি পরিষ্কার-প্রাচীরের লিফট তৈরি করা হয়েছিল।

 

এনএমএম/

আর্কাইভ