• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মালয়েশিয়ায় ভূমিধস, শিশুসহ নিহত ১৬

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৮:৪১ পিএম

মালয়েশিয়ায় ভূমিধস, শিশুসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ায় গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ বছর বয়সী একজন শিশু রয়েছে। এ ছাড়া এ ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সংবাদে বলা হয়েছে, দেশটির রাজধানী কুয়ালামপুরের উত্তর-পূর্বে ভূমিধসের এই ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কুয়ালালামপুরের কাছাকাছি সেলাঙ্গর রাজ্যে ঘটেছে এই ঘটনা। ভূমিধসের কবলে অন্তত ৯২ জন মানুষ ।

এ ঘটনায় সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস জানিয়েছেন, আনুমানিক ৩০ মিটর (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধস ঘটে। প্রায় এক একর জায়গাজুড়ে এর ব্যাপ্তি ছিল।

মালয়েশিয়ার রাজধানীর বাটাং কালি শহরের প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তরে গেনিটিং হাইল্যান্ডসের পাহাড়ি এলাকার বাইরের এই ঘটনায় দেশটির সরকার ও জনগণ শোক প্রকাশ করেছেন। মূলত ওই এলাকাটি রিসোর্ট ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পরিচিত।

 

 

এআরআই/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ