• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ব্রিটিশ রাজপরিবারের ৫ সদস্য ডেনিম পোশাকে

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৫:৫৪ পিএম

ব্রিটিশ রাজপরিবারের ৫ সদস্য ডেনিম পোশাকে

বিনোদন ডেস্ক

‍‍‘হ্যারি অ্যান্ড মেগান’ তথ্যচিত্র নিয়ে ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহলের গোপন কথা বাইরে চলে আসায় তা নিয়ে গুঞ্জনের শেষ নেই। এই আলোচনার মধ্যেই রাজপুত্র উইলিয়াম ও কেটের নতুন ছবি প্রকাশ্যে এসেছে। 

বড়দিন উপলক্ষে ছবিটি প্রকাশ করা হয়েছে। ছবিতে তাঁদের তিন সন্তান জর্জ (৯), চার্লট (৭) ও লুইকেও (৪) দেখা গিয়েছে। সবার পরণেই ছিল ডেনিমের পোশাক।

এই গ্রীষ্মে নরফোকে বেড়ানোর সময় ছবিটি তুলেছেন ম্যাট পোর্তেয়াস।
ব্রিটেনে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। গত সেপ্টেম্বরে তিনি প্রয়াত হন। তাঁকে ছাড়াই এবার বড়দিন পালন করবে রাজপরিবার।

 

সজিব/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ