• ঢাকা বুধবার
    ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

কঙ্গোয় ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণ হারালেন ১শ’র অধিক মানুষ

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ০৬:০৫ পিএম

কঙ্গোয় ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণ হারালেন  ১শ’র অধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

কঙ্গোয় ভয়াবহ বন্যা আর ভূমিধসে প্রাণ হারালেন কমপক্ষে ১শ’র বেশি মানুষ। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি এখনো চলছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বিবৃতিতে জানান, সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাপ চলছে। 

রাজধানী কিনসাসায় দুর্ভোগে পরেছেন এক কোটি ২০ লাখ মানুষ। নোংরা পানি আর কাঁদামাটিতে ডুবে গেছে ঘরবাড়ি স্থাপনা। বন্যাদুর্গত রাজধানীর আশপাশের প্রায় ২৪টি এলাকা। 

আরও পড়ুন: শরীয়তপুরে এক হাজার মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

এই দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির গালিমা এলাকা। সেখানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৬ জন বাসিন্দা, এখনো চলছে ভূমিধসে চাপা পরা মানুষদের উদ্ধারের কাজ। আশঙ্কা করা হচ্ছে প্রাণহানি বাড়তে পারে।

 

 

সজিব/এএল

আর্কাইভ