• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চীনের রেকর্ডসংখ্যক বোমারু বিমান মহড়া দিচ্ছে তাইওয়ানের আকাশ

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ০৪:৫৯ পিএম

চীনের রেকর্ডসংখ্যক বোমারু বিমান মহড়া দিচ্ছে তাইওয়ানের আকাশ

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ১৮টি পরমাণু সক্ষমতাসম্পন্ন এইচ-৬ বোমারু বিমান পাঠিয়েছে চীন। চীনের অন্তত ২১টি যুদ্ধবিমান ভূখণ্ডটির দক্ষিণ-পশ্চিম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে।

তাইপের অভিযোগ, ‍‍‘অক্টোবরে একসঙ্গে ১৬টি চীনা বোমারু বিমান প্রবেশ করলেও অঞ্চলটিতে  একসঙ্গে এতগুলো বোমারু বিমান অনুপ্রবেশের ঘটনা এবারই প্রথম। প্রায় প্রতিদিনই চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করে।‍‍’

গত সপ্তাহে তাইওয়ানের খাদ্য, পানীয় ও মৎস্য পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় চীন। এ ঘটনাকে বৈষম্য ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তাইপে। এর কয়েক দিনের মাথায় বিমান পাঠানোর ঘটনা ঘটলো। যদিও এ নিয়ে চীনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।

আরও পড়ুনঃ ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রিড গ্রেফতার

উল্লেখ্য, তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি বেশ স্পষ্ট, যা আরও ভয়াল রূপ ধারণ করে চলতি বছর যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কয়েকজন প্রতিনিধির সফরের পর। সে সময় যুদ্ধেরও আশঙ্কা তৈরি হয়। অঞ্চলটিকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। 

 

এনএমএম/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ