• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পেরুতে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৭

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৫:৫৯ পিএম

পেরুতে সরকারবিরোধী বিক্ষোভে  নিহত ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেরুতে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৭ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে সোমবার (১২ ডিসেম্বর) আইনপ্রণেতাদের আগাম নির্বাচনের পরিকল্পনা করার প্রস্তাব দিয়েছেন।

পেরুতে আগামী নির্বাচন দুই বছর এগিয়ে আনতে আইনপ্রণেতাদের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এ লক্ষ্যে তিনি আইনপ্রণেতাদের একটি পরিকল্পনা প্রণয়নের প্রস্তাবও দিয়েছেন, খবর রয়টার্সের।  

গত সপ্তাহে পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করে দেশটির পার্লামেন্ট। পরে তার স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। বিষয়টি মেনে নেয়নি পেদ্রোর সমর্থকরা। তারা কাস্তিলোকে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করে তাকে পুনরায় প্রেসিডেন্ট পদে বহালের দাবিতে আন্দোলন শুরু করেন। এই আন্দোলনে  আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে।    

আরও পড়ুন : অস্ত্রধারীদের ফাঁদে পুলিশ, গোলাগুলিতে নিহত ৬

সংবাদ সম্মেলনে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ৬০ বছর বয়সী দিনা পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট। তিনি ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। কিন্তু তিনি যে প্রস্তাব দিয়েছেন সে অনুসারে ২০২৪ সালেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ওদিকে মেক্সিকো ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে আশ্রয় দেয়ার কথা বিবেচনা করছে বলে বিবিসি জানিয়েছে।  

গত বুধবার ৭ ডিসেম্বর পেরুর পার্লামেন্টে অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেয়া হয় কাস্তিলোকে। পরে আইনজীবীর মাধ্যমে মেক্সিকোতে আশ্রয় চেয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠান তিনি।


কিউ/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ