প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০২:৩৯ এএম
আর্মেনিয়ার সঙ্গে একটি ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে আজারবাইজানের সঙ্গে আলোচনা করেছে রাশিয়া। সোমবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিয়ে আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে তিন দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন রুশ ও আজেরি প্রেসিডেন্ট।
আরও পড়ুন: কুইন্সল্যান্ডে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের কিছু বাস্তব দিক নিয়ে ২০২০ সালের ৯ নভেম্বর, ২০২১ সালের ১১ জানুয়ারি, ২৬ নভেম্বর এবং ২০২২ সালের ৩১ অক্টোবর তিন দেশের মধ্যে আলোচনা হয়েছে। এসব বৈঠকের অগ্রগতি নিয়ে দুই নেতার কথা হয়েছে। দক্ষিণ ককেশাসে অর্থনৈতিক ও লজিস্টিক সম্পর্ক পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়েও আলাপ হয়েছে তাদের।
ফোনালাপে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে দুই নেতা।
এসএ/