• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কুইন্সল্যান্ডে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ১২:৫৩ এএম

কুইন্সল্যান্ডে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন থেকে ২৮০ কিলোমিটার পশ্চিমে উইয়াম্বিলা এলাকায় এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

স্থানীয় সময় সোমবার (১২ ডিসেম্বর) বিকাল ৪.৪৫ দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ওই দুই অফিস গ্রামে নিজদের সম্পত্তি দেখার জন্য গেলে তাদের ওপর দুই বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। এতে আরও দুজন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে প্রকাশ্যে গুলি করে এফআইএ কর্মকর্তাকে হত্যা

এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। কিন্তু বন্দুকধারীরা দ্রুত গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পরই ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে, ‘ঘোষিত এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ির ভিতরেই থাকতে হবে এবং গাড়িচালক ও পথচারীদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।’

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ