• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যুক্তরাজ্যে তুষারপাতে ফ্লাইট বাতিল, সড়কে দুর্ঘটনা

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ১০:৫৩ পিএম

যুক্তরাজ্যে তুষারপাতে ফ্লাইট বাতিল, সড়কে দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ৪ বিমানবন্দর— হিথ্রো, স্ট্যানস্টেড এবং গ্যাটউইক ও লুটন সোমবারের প্রায় সব ফ্লাইট বাতিল করেছে। শনিবার সন্ধ্যার পর থেকে রোববার পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় ব্যাপক তুষারপাতের জেরে এ সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভারি তুষারপাতের জেরে রোববারের সব ফ্লাইট বাতিল করেছে যুক্তরাজ্যের ইংল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলীয় শহর ও দেশটির শিল্প এলাকা বলে পরিচিত ম্যানচেস্টারও।

এছাড়া রোববার যুক্তরাজ্যজুড়ে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং লাইনের ওপর জমা বরফের কারণে ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে রেল যোগাযোগও।

বিভিন্ন অঞ্চলে তুষারপাত অব্যাহত থাকা ও রাস্তায় জমে থাকা তুষার এখনও সম্পূর্ণ অপসারণ করা সম্ভব না হওয়ায় চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্যের সড়ক যোগাযোগ ও পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সেই সঙ্গে বৈরী আবহাওয়া পরিস্থিতির কারণে স্কটল্যান্ড, লন্ডন, দক্ষিণপশ্চিম ইংল্যান্ডে জারি করা হয়েছে হলুদ সতর্কতাসংকেত।

আরও পড়ুন: প্রকাশ্যে আরও একজনকে ফাঁসি দিল ইরান

রোববার এক বিবৃতিতে স্ট্যানস্টেড বিমানবন্দর কর্তপক্ষ জানিয়েছে, বন্দরে অপেক্ষমান বিমান ও রানওয়েতে তুষারের স্তুপ জমে যাওয়ায় আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘তুষারপাত, ঘন কুয়াশা এব্ং বিমানবন্দরের রানওয়ে ও বন্দরে অপেক্ষমান উড়োজাহাজগুলোতে বরফ জমে যাওয়ায় রোববারের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্দরকর্মীরা বরফ পরিষ্কার করছেন।’

‘উড়োজাহাজ ও যাত্রীদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। সম্মানিত যাত্রীদেরকে তাদের পরবর্তী ফ্লাইটের সময়সূচি জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে।’

হিথ্রো এবং গ্যাটউইক বিমানবন্দর দুটির কর্তৃপক্ষও রোববার যাত্রী সাধারণের উদ্দেশে যে বিবৃতি দিয়েছে, সেখানেও উল্লেখ করা হয়েছে একই তথ্য।

হিথ্রো বিমানবন্দরের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘বাতিল হওয়া বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের প্রতি আমদের অনুরোধ, সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখুন। তাদের কাছ থেকেই ফ্লাইটের পরবর্তী হালনাগাদ তথ্য আপনারা পাবেন।’

তিনি জানান, শনিবার থেকে এ পর্যন্ত মোট ৫০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বাংলাদেশে পুনরায় দূতাবাস চালুর কথা ভাবছে আর্জেন্টিনা

স্ট্যানস্টেড ও গ্যাটউইক বিমানবন্দর দু’টির কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার থেকে আবার বিমান চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে, প্রায় তিন দিন ফ্লাইট বাতিল থাকায় মঙ্গলবার থেকে বিমান চলাচল স্বাভাবিক হলেও ফ্লাইটের শিডিউলে ব্যাপক ঝামেলা বাঁধবে বলে জানিয়েছেন লুটন বিমানবন্দরের এক কর্মকর্তা।

 

সড়ক দুর্ঘটনা

শনিবার সন্ধ্যা থেকে তুষারপাত শুরু হওয়ার পর রোববার যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু সড়ক দুর্ঘটনা ঘটেছে।

অধিকাংশ দুর্ঘটনাই ঘটেছে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায়। সড়ক দুর্ঘটনা এড়াতে যুক্তরাজ্যের প্রায় সব মহাসড়কে যান চলাচলে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অত্যন্ত প্রয়োজন না হলে জনগণকে বাড়ির বাইরে গাড়ি নিয়ে বের না হওয়ার অনুরোধও জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ।

আর যারা গাড়ি বের করবেন, তাদেরকেও গতি নিয়ন্ত্রণে রাখার অনুরোধ জানানো হয়েছে। এ প্রসঙ্গে ব্রিটেনের গাড়িচালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএ) কর্মকর্তা সিন সিডলে বিবিসিকে বলেন, ‘আপনি যদি খুবই দক্ষ চালক না হন, সেক্ষেত্রে তুষারপাতের দিনে রাস্তায় গাড়ি বের না করাই নিরাপদ। কারণ, গাড়ির গতি নিয়ন্ত্রণের ব্যাপারটি ঠিকমতো না জানলে রাস্তায় জমে থাকা বরফ যে কোনো সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে।’

এসএ/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ