• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বাংলাদেশে পুনরায় দূতাবাস চালুর কথা ভাবছে আর্জেন্টিনা

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৯:৩৬ পিএম

বাংলাদেশে পুনরায় দূতাবাস চালুর কথা ভাবছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে পুনরায় দূতাবাস চালুর পরিকল্পনা করেছে আর্জেন্টিনা। তা বাস্তবায়িত হলে ৪৩ বছর পর আবারও দেশে চালু হবে আর্জেন্টাইন দূতাবাস। শনিবার (১০ ডিসেম্বর) আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো এক টুইট বার্তায় বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনার কথা জানান।

স্প্যানিশ ভাষায় কাফিয়েরোর ওই টুইট বার্তায় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার একটি ছবিও যুক্ত করেন।

সেই টুইটে কাফিয়েরো লিখেন, ‘গত আগস্টে আমি আব্দুল মোমেনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বিষয়ক একটি সম্মেলনে বৈঠক করেছি। বাংলাদেশে ১৯৭৮ সাল থেকে বন্ধ থাকা দূতাবাস পুনরায় চালু করার প্রকল্পটি এগিয়ে নিয়ে যাবে আর্জেন্টিনা।’

আরও পড়ুন : মেট্রোরেলের উদ্বোধন ডিসেম্বরের শেষ সপ্তাহে

কাফিয়েরো জানান, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলন জি-২০ তে অংশ নেয়ার পর বাকিটা চূড়ান্ত করতে তিনি বাংলাদেশে সফর করবেন।

ধারণা করা হচ্ছে, চলতি ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির দলের প্রতি বিপুল সংখ্যক বাংলাদেশির সমর্থনের কারণেই সম্ভবত দূতাবাস পুনরায় চালুর ব্যাপারটি উঠে এসেছে।

 

এআরআই/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ