• ঢাকা শনিবার
    ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

যে কারণে পুতিনকে ফোন করেছেন এরদোগান

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৬:৫৮ এএম

যে কারণে পুতিনকে ফোন করেছেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এতদিন কৃষ্ণসাগর বন্দর দিয়ে শুধু খাদ্যশস্য রফতানি করছিল রাশিয়া ও ইউক্রেন। এতে মধ্যস্থতা হিসেবে কাজ করছে তুরস্ক।

এবার সেখান দিয়ে অন্যান্য পণ্য রফতানি করতে আলোচনা করেছেন এরদোগান ও পুতিন। সেই তালিকায় আছে জ্বালানি পণ্যও। এ নিয়ে শিগগিরই কাজ শুরু করতে চান তারা।

আরও পড়ুন : আফগানিস্তানের সীমান্তরক্ষীদের গুলিতে ৬ পাকিস্তানি নাগরিক নিহত

বরাবরই রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তুরস্কের। এ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে কথা বলেছেন এরদোগান ও পুতিন। 

এ ছাড়া আঞ্চলিক ইস্যু যেমন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আলোচনা করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে এসব তথ্য পাওয়া গেছে।

 

 

এআরআই/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ