• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দুই নারীর স্বাক্ষর থাকবে মার্কিন ডলারে

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ১১:৪৪ পিএম

দুই নারীর স্বাক্ষর থাকবে মার্কিন ডলারে

আন্তর্জাতিক ডেস্ক

আগামী বছরের শুরু থেকে দুইজন নারীর স্বাক্ষর থাকবে যুক্তরাষ্ট্রের বাজারে আসতে যাওয়া নতুন মুদ্রায়। তারা হলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ও ট্রেজারার লিন মালের্বা।

প্রতিবেদনে বলা হয়, চলতি মাসেই ফেডারেল রিজার্ভে এসব মুদ্রা সরবরাহ করা হবে। ২০২৩ সালের শুরু থেকেই সেগুলো বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ বা অর্থ মন্ত্রণালয়।

এক বক্তৃতায় ইয়েলেন জানান, এই প্রথমবারের মতো মার্কিন ব্যাংক নোটে একজন নারী ট্রেজারি সেক্রেটারির স্বাক্ষর থাকবে। প্রথমবারের মতো তাদের মুদ্রায় দুইজন নারীর স্বাক্ষর থাকছে।

আরো পড়ুন: চলন্ত গাড়ি থেকে শিশুকে ফেলে হত্যার পর মাকে ধর্ষণচেষ্টা

তিনি জোর দিয়ে বলেন, ‍‍`আজকে এটা মুদ্রায় আমার স্বাক্ষর বা নতুন কোন স্বাক্ষর আসার ব্যাপার না। এটা একটা শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার পথে আমাদের সম্মিলিত প্রয়াস।‍‍`

তিনি জানান, বর্তমানে দেশটির ট্রেজারিতে নিযুক্ত কর্মীবাহিনীর ৬২ শতাংশই নারী। কিন্তু আরও অনেক কিছু করার বাকি বলে জানান তিনি।

তিনি বলেন, ‍‍`সাম্য ও অন্তর্ভুক্তির জন্য আমরা যে পথ অতিক্রম করেছি আজকের দিনটি তা স্মরণ করার। আমি আশা করব আমরা সবাই এই উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে যাব।‍‍`

এদিকে মালের্বার স্বাক্ষরের মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুদ্রায় একজন আদিবাসী নারীর সইও যুক্ত হচ্ছে। এই প্রসঙ্গে তিনি জানান, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। প্রথম দিকে তাদের সইসহ এক ডলার ও পাঁচ ডলারের মুদ্রা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

এসএ/ 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ