প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৩:৩০ এএম
ইউক্রেনে রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযান শুরুর পর ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা দাবি করেছে, সেসব শিথিলের দাবি তুলেছে জোটের প্রভাবশালী সদস্যরা। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটেনের দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)।
এফটির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও পর্তুগালের পক্ষ থেকে শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর সদরদফতরে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ইউরোপজুড়ে খাদ্যশস্য ও সারের ব্যাপক সংকট শুরু হয়েছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার জেরে সরবরাহ ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়াই এই সংকটের মূল।’
আরো পড়ুন: ভারত ভবিষ্যতে বিশ্বের নতুন পরাশক্তি: যুক্তরাষ্ট্র
ইউরোপে বর্তমান খাদ্য সংকট এবং জ্বালানি ও সারের মতো কৃষিপণ্যের দামের উল্লম্ফণ সত্ত্বেও রাশিয়ার প্রসেঙ্গে ইইউ’র কঠোর নীতি ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে স্মারকলিপিতে আরও বলা হয়, ‘আমরা দ্রুত রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা শিথিল দেখতে চাই। কারণ, ইতোমধ্যে এই সংকটের কারণে ইউরোপে অসন্তোষ দানা বাঁধছে। যদি সরবরাহ ব্যবস্থা ঠিক না হয়ে, সেক্ষেত্রে পরিস্থিতি আরও বাজে পরিণতির দিকে যাবে।’
‘ইউরোপের বিভিন্ন বন্দরে রাশিয়ার শস্য ও সারের চালান পড়ে আছে। নিষেধাজ্ঞা থাকার কারণে বন্দর কর্তৃপক্ষ সেসব গ্রহণ করতে পারছে না।’
‘আমাদের দাবি— সার ও খাদ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করা হোক; আর এজন্য যদি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে হয়, তবে তা ই করা হোক।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে। এসব নিষেধাজ্ঞার মধ্যে ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার সঞ্চিত রিজার্ভ জব্দ ও আমদানি-রফতানি বন্ধ সংক্রান্ত একরাশ বিধিনিষেধ রয়েছে।
এসএ/