• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ব্রাজিলের মটোরওয়েতে ভূমিধসে নিহত ২

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ১২:৩৯ এএম

ব্রাজিলের মটোরওয়েতে ভূমিধসে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় এলাকায় মটোরওয়েতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও বহু সংখ্যক মানুষ। ভয়াবহ এ ভূমিধসে অন্তত ২১টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

উদ্ধারকর্মী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। তারা জানিয়েছে ঘটনাস্থলের পরিস্থিতি খুবই খারাপ। সেই সঙ্গে আবহাওয়ার অবস্থাও ভালো না।

অগ্নিনির্বাপক কর্মীরা সম্ভাব্য জীবিতদের সনাক্ত করতে একটি থার্মাল ক্যামেরা ব্যবহার করছেন। এখনো পর্যন্ত ৩০ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে ভূমিধসের কারণে রাস্তা থেকে লরি ছিটকে পড়েছে। ওই লরি থেকে ড্রাইভারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা গেছে। তার নাম জোয়া পিরিস। বয়স ৬২ বছর। দ্বিতীয় মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এ ঘটনায় আরও একজন লরি চালক বেঁচে ফিরেছেন। তিনি এ জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। তিনি বলেন ঘটনার সময় আমি লরি নিয়ে এর মধ্যে পড়ে যাই। কিন্তু ভাগ্যের জোরে আমি বেঁচে ফিরেছি।

এখনো অবধি, বেঁচে থাকা ছয়জনের সন্ধান পাওয়া গেছে। তাদের মধ্যে উপকূলীয় শহর গুয়ারাতুবার মেয়র রবার্তো জাস্টাসও রয়েছেন।

ব্রাজিলে ভূমিধস অস্বাভাবিক কিছু নয় এবং পাহাড়ের ধারে পাহাড় ধসে পড়লে প্রায়ই পাহাড়ি জনগোষ্ঠী ভেসে যায়।

গত ফেব্রুয়ারিতে রিও রাজ্যের পেট্রপুলিশ শহরে ভূমিধসে ২০০ জনের মৃত্যু হয়।

এআরআই/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ