প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০১:০৫ এএম
আফগানিস্তানের উত্তরাঞ্চলে সামানগান প্রদেশে একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আরও প্রায় ২৪ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় তালেবান কর্মকর্তা হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সামানগান প্রদেশের রাজধানী আইবক শহরে একটি মাদ্রাসা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আহতদের প্রাদেশিক রাজধানী শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, হতাহতদের সবাই শিশু ও সাধারণ বেসামরিক নাগরিক।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই হামলার দায় স্বীকার করেনি। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকুর বলেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনী হামলার ঘটনা তদন্ত করছে। অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
গত বছর আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত করার চেষ্টা করছে তালেবান সরকার। এর মধ্যেও সাম্প্রতিক সময়ে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে। এর বেশিরভাগেরই দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএসের স্থানীয় গ্রুপ।
সাজেদ/