প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ০২:৪৫ এএম
আবারও স্বল্প দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলে উত্তর কোরিয়া। মূলত কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের এলাকায় মিত্রদের সঙ্গে নিয়ে নিরাপত্তা জোরদার করতে চাইছে যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেখাল পিয়ংইয়ং। খবর আল জাজিরা।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার উপকূলীয় শহর ওনসান থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৪৮ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। সপ্তমবারের মতো উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে বিষয়টি নিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলোচনা করেছেন। এ ছাড়া প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন বাইডেন।
কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের নিরাপত্তা বাড়ানো ও যৌথ মহড়া চালানোর চেষ্টাকে বোকামি কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সো হাই। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
আইএ/