• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৪ বিদেশি বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২, ০৭:০৩ পিএম

৪ বিদেশি বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

বাম থেকে ডানে, অস্ট্রেলিয়ান অর্থনীতিবিদ শন টার্নেল, মিয়ানমারে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ভিকি বোম্যান এবং জাপানি সাংবাদিক তোরু কুবোটা

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের সামরিক-নিয়ন্ত্রিত সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, এটি দেশটির জাতীয় বিজয় দিবস উপলক্ষে একটি বিস্তৃত বন্দি সাধারণ ক্ষমার অংশ হিসেবে একজন অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ, একজন জাপানি চলচ্চিত্র নির্মাতা, একজন প্রাক্তন ব্রিটিশ কূটনীতিক এবং একজন আমেরিকানকে মুক্তি দিচ্ছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় এমআরটিভি জানিয়েছে, যাদের মুক্তি দেয়া হয়েছে তালিকায়  রয়েছে অস্ট্রেলিয়ান শন টার্নেল, জাপানের তোরু কুবোটা, ব্রিটেনের ভিকি বোম্যান এবং আমেরিকান কিয়াও হতে ওও।

 

এসএই

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ