প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০৫:২৫ পিএম
রুশ-ইউক্রেনীয় সংঘাত নতুন মোড় নিয়েছে। হঠাৎ করে পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বুধবারের এ ঘটনায় ন্যাটো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।
কিয়েভ থেকে আল-জাজিরার জোনাহ হাল বলেছেন, রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলো পোল্যান্ডে প্রবেশ করেছে! যদি এ বিষয়টা নিশ্চিত করা যায়, তবে এ কথা বলা যায় যে, রুশ-ইউক্রেনীয় যুদ্ধ সরাসরি ন্যাটো অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
হাল আরও বলেন, এই ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত তাদের লক্ষ্যবস্তু ভেদ করতে ব্যর্থ হয়েছে বা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের ওই স্থানে ঠেলে দিয়েছে।
এ সময় আল-জাজিরার প্রতিনিধি আরও বলেছেন, তবে আমি মনে করি ক্ষেপণাস্ত্র আক্রমণের বিবরণ পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের কোনো ধরনের অনুমান করার বিষয়ে সতর্ক হওয়া উচিত।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলো ন্যাটো দেশ পোল্যান্ডে আঘাত করেছে। এটা সংঘাত ছড়িয়ে পড়ার ইঙ্গিত।
অপরদিকে পোলিশ কর্তৃপক্ষ ইউক্রেনের সীমান্তবর্তী প্রজেওডোতে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের কোনো কারণ নিশ্চিত করেনি। তবে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা। সূত্র: আল-জাজিরা
/এএল