• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ঢাকায় ভারতীয় হাই কমিশনারের মতবিনিময় সভা

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ১২:৩০ এএম

ঢাকায় ভারতীয় হাই কমিশনারের মতবিনিময় সভা

মত বিনিময় সভায় ভারতের ঢাকাস্থ হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ঢাকাস্থ হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা ১৪ নভেম্বর বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও চেম্বারসমূহের প্রধানদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।  

ওই সভায় ভারতীয় হাই কমিশনার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের দক্ষতায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্য পর্যায়ে এসেছে। গত পাঁচ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরে ভারতে বাংলাদেশের রপ্তানি ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পেরেছে। এশিয়ায় বাংলাদেশ হয়ে উঠেছে ভারতের সবচেয়ে বড় রপ্তানির গন্তব্য।

কমপ্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা)-র গুরুত্বের ওপর জোর দিয়ে উভয়পক্ষই আলোচনায় সম্মত হয়েছিল। নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো ও সাপ্লাই চেইন তৈরি করায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা তৈরী হয়েছে।

তিনি সীমান্তে উন্নত যোগাযোগ এবং বাণিজ্য অবকাঠামোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন। ভারত ও বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নে অংশীদারিত্বের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়তা করা হবে বলে তিনি জানিয়েছেন।

এই প্রেক্ষাপটে, অন্যান্য স্থলবন্দরে অবকাঠামোগত উন্নতির মাধ্যমে আইসিপি পেট্রাপোল-বেনাপোল-এর ওপর চাপ কমানো এবং বিধি নিষেধহীন বন্দরের সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। এতে স্থলবন্দরে বিনিয়োগ উৎসাহিত হবে।  

হাই কমিশনার সড়ক, রেলপথ, অভ্যন্তরীণ নৌ-পথ ও কোস্টাল শিপিংয়ের মাধ্যমে এই উপ-অঞ্চলের বৃহত্তর সহযোগিতা, একীভূতকরণ এবং বহুমুখী সংযোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

এই ইন্টারঅ্যাক্টিভ সেশনে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী চেম্বার প্রধানগণ উপস্থিত ছিলেন।

ঢাকায় আগত সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM)-এর একটি প্রতিনিধি দলও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

 

এবি//

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ