• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শি জিনপিং-বাইডেন বৈঠক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ০৫:৩৯ পিএম

শি জিনপিং-বাইডেন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি  চীনের সঙ্গে শীতল যুদ্ধ চান না। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। খবর বিবিসি 

জি-২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে অবস্থানরত দুই নেতা সোমবার শীর্ষ বৈঠকে মিলিত হন। দুই পরাশক্তির সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দীর্ঘ তিন ঘণ্টার বৈঠকের আগে করমর্দন করেন।   

২০২১ সালের জানুয়ারিতে বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর  পাঁচবার ফোনালাপে শি জিনপিং এর সঙ্গে কথা হয়েছে। কিন্তু  সরাসরি সাক্ষাত করেননি। এই প্রথমবার দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি সাক্ষাত এবং আলোচনা হলো।

বালির বিলাসবহুল হোটেল মুলিয়ার বলরুমে সারি করে রাখা চীন ও যুক্তরাষ্ট্রের পতাকার সামনে এই দুই নেতা  করমর্দন করেন। দুজনই এ সময় দুজনের প্রতি খুবই আন্তরিক আচরণ করেন। জিনপিংয়ের পিঠে হাত রেখে বাইডেন বলেন, ‘আপনার সাক্ষাৎ পাওয়া সত্যিই দারুণ।’  পরে সাংবাদিকদের সামনে কথা বলেন বাইডেন। সেখানে তিনি চীনের সঙ্গে ব্যক্তিগত এবং সরকারি উভয় পর্যায়ে যোগাযোগের রাস্তা সবসময় খোলা রাখারও প্রতিশ্রুতি দেন। মার্কিন নেতা জলবায়ু পরিবর্তন এবং খাদ্য নিরাপত্তাহীনতাকে সমস্যা হিসেবে উল্লেখ করে  বলেন, ‘বিশ্ব আশা করছে, দুই দেশ এই সমস্যার সমাধান করবে।’

জবাবে শি জিনপিং বলেন, ‘বিশ্ব যা প্রত্যাশা করে, তাদের দুই দেশের মধ্যে সম্পর্ক তেমনটা নয়। তাই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য সঠিক তালিকা প্রস্তুত করা প্রয়োজন। দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির জন্য দুই দেশকে সঠিক দিকনির্দেশনা খুঁজে বের করতে হবে এবং সম্পর্ককে উন্নত করতে হবে।’

 

এসএই/কিউ

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ