• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত বেড়ে ৮, আটক ৪৬

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ১২:২৪ এএম

ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত বেড়ে ৮, আটক ৪৬

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলার ঘটনায়  নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে, আহত হয়েছেন ৮১ জন। নিহত ব্যক্তিদের মধ্যে তিন বছরের এক শিশুও আছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। এর মধ্যে একজন সিরিয়ান নারীও আছেন। খবর আল-জাজিরা।

রোববার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ইস্তাম্বুলের তাকসিম স্কয়ার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।  

ইস্তাম্বুল পুলিশ বলেছে, এ হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে এক সিরিয়ান নারীকে আটক করেছে তারা। ওই নারীই ঘটনাস্থলে বোমাটি রেখে গিয়েছিলেন।

পুলিশ আরও বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেছেন তিনি সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছেন। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আফরিন অঞ্চল দিয়ে তিনি তুরস্কে প্রবেশ করেন।

এখন পর্যন্ত এ বিস্ফোরণের ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু এ ঘটনায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছেন।

  

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ