• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৩

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ১২:১২ এএম

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এছাা আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৩ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে।  সোমবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জিম রায়ান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কালব্রেথ রোডে গুলির ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ এক টুইটে সবাইকে ক্যাম্পাসে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

ক্রিস্টোফার ডারনেল জোন্স নামে এক ব্যক্তি হামলার ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ সন্দেহ করছে। পুলিশ তাকে সশস্ত্র এবং বিপজ্জনক বলে বর্ণনা করেছে।ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্যাম্পাস পরিদর্শন করেছেন। সোমবারের সব ক্লাস বাতিল করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রাথমিকভাবে হতাহতদের শনাক্ত করা যায়নি। তারা শিক্ষার্থী কিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

সোমবার সকালে পুলিশ জানিয়েছে, জোন্সের সন্ধানে একাধিক পুলিশ বিভাগ কাজ করছে। তাকে খুঁজতে ভার্জিনিয়া স্টেট পুলিশ হেলিকপ্টার ব্যবহার করছে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক্স ওয়েবসাইট অনুযায়ী, জোন্স ২০১৮ সালে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত।

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ