• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইস্তাম্বুলে হামলার ঘটনায় সন্দেহভাজন নারী গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৪:৩৩ পিএম

ইস্তাম্বুলে হামলার ঘটনায় সন্দেহভাজন নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি ব্যস্ত এলাকায় ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৮১ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসি’র।

তুর্কি এই শহরের গভর্নর আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তাকসিম স্কয়ার এলাকায় কেনাকাটার জন্য পরিচিত রাস্তায় বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে তুরস্কের ভাইস-প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছিলেন, এই বিস্ফোরণ কোনো সন্ত্রাসী হামলা নয়। একজন নারী এই হামলা চালিয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। হামলার পরপরই প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান জানিয়েছেন, অপরাধীদের সাজা দেয়া হবে।

ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে হামলার নিন্দা জানিয়ে এটিকে ‘ঘৃণ্য হামলা’ এবং ‘সন্ত্রাসবাদের গন্ধ পাওয়া’ যাচ্ছে বলেও বর্ণনা করেন এরদোয়ান। এদিকে এই হামলার জন্য কুর্দিশ ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সৌলু।

আইএ/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ