• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৪, বাড়তে পারে নিহতের সংখ্যা

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৩:৪২ এএম

ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৪, বাড়তে পারে নিহতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুলের একটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত ও অন্তত ৩৮ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। উক্ত শহরের গভর্নর ঘটনাটি নিশ্চিত করেন। তবে, হতাহতের সংখ্যা সম্পর্কে তুর্কি কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। খবর আল জাজিরার।

শহরের গভর্নর আলি ইয়ারলিকায়া বলেছন, স্থানীয় সময় বিকেল ৪:২০-এ ইস্তিকলাল স্ট্রিটে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার বিস্তারিত কারণ উল্লেখ না করলেও তিনি টুইটারে এক পোস্টে মানুষের হতাহতের কথা উল্লেখ করেছেন।

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সংবাদদাতা অরলা গেরিন জানান, রাস্তাটিকে ঘিরে রাখা হয়েছে এবং এর চারপাশে পুলিশের উপস্থিতি ব্যাপক।হেলিকপ্টারগুলো মাথার ওপর দিয়ে চক্কর দিচ্ছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স আসছে ও যাচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ