• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৩:০৫ এএম

তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

 তুরস্কের ইস্তাম্বুলের কেন্দ্রে একটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণের পর শহরের গভর্নর নিশ্চিত করেছেন যে এই ঘটনায় বেশ ক’জন হতাহত হয়েছেন।

বিস্ফোরণে অন্তত ১১ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে এসব দৃশ্য দেখা যাচ্ছে। এই বিস্ফোরণের কারণ বা হতাহতের সংখ্যা সম্পর্কে তুর্কি কর্তৃপক্ষ এখনও কিছু নিশ্চিত করেনি। ইস্তাম্বুলের তাকসিম এলাকায় জরুরি সেবা কর্মীদের ভিড় করতে দেখা গেছে।

শহরের গভর্নর আলি ইয়ারলিকায়া বলেছেন, স্থানীয় সময় বিকেল ৪:২০-এ ইস্তিকলাল স্ট্রিটে এই বিস্ফোরণ ঘটে।

ঘটনার বিশদ বিবরণ না দিয়ে তিনি টুইটারে এক পোস্টে মানুষের "হত্যা এবং আহত" হওয়ার কথা উল্লেখ করেছেন। পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। সূত্র বিবিসি

আইএ/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ