• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মেক্সিকোতে বারে বন্দুকধারীদের হামলায় নিহত ৯

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০২:৪৮ এএম

মেক্সিকোতে বারে বন্দুকধারীদের হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোতে একটি বারে বন্দুকধারীদের হামলায় নারীসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, বুধবার স্থানীয় সময় রাত ৯ টার দিকে দেশটির গুয়ানাজুয়াতো রাজ্যের অ্যাপাসিও এল আল্টো শহরের একটি বারে এই হামলা হয়।

স্থানীয় পৌর কর্তৃপক্ষ বলছে, হামলাকারীরা একটি ট্রাকে করে লেক্সাস বারে এসে ভেতরে থাকা লোকদের ওপর গুলি চালায়। এতে পাঁচজন পুরুষ ও চারজন নারী নিহত হয়।

দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, মঙ্গলবার স্যান্তা রোসা দে লিমার নেতা জুয়ান রোডলফো ইয়েপেজকে গ্রেপ্তারের প্রতিশোধে এই হামলা চালিয়েছে তার অনুসারীরা। বারে হামলার কয়েক ঘণ্টা আগে তারা আশপাশের এলাকায় অন্তত ১৮টি গাড়ি পুড়িয়ে দেয়।

আর্কাইভ