• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেক্সিকোতে একটি বারে হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০৬:২৭ এএম

মেক্সিকোতে একটি বারে হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

সেন্ট্রাল মেক্সিকোতে বন্দুকধারীরা একটি বারে বিস্ফোরণ ঘটিয়ে অন্তত নয়জনকে হত্যা করেছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের অ্যাপাসিও দেল আল্টোর লেক্সুজ বারে বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানিয়েছে যে স্থানীয় সময় ৯:২০ মিনিটে কমপক্ষে সাতজন বন্দুকধারী অনুষ্ঠানস্থলে প্রবেশ করে এই হামলা চালায়।

হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় তবে মেক্সিকোতে সর্বোচ্চ হত্যার হার গুয়ানাজুয়াতোতে বারে গুলি চালানোর ঘটনা মাঝে মাঝে হয়। তবে এটি আরও বেশি ঘন ঘন ঘটছে।

তথ্য সূত্র মতে, বুধবারের হামলায় নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী রয়েছে। জানা যায়, নিহতদের মধ্যে একজন ছিলেন বারের মালিক।

দুটি লাশ একটি গাড়িতে পাওয়া গেছে। ওই দুই ব্যক্তি হামলা থেকে পালিয়েছিল নাকি বিপথগামী বুলেটে আঘাত করেছিল তা স্পষ্ট নয়।

বেশিরভাগ সহিংসতার জন্য জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি) এবং সান্তা রোসা দে লিমা অপরাধী চক্রের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একটি টার্ফ যুদ্ধকে দায়ী করা হয়।

সিজেএনজি, যার শক্তির ভিত্তি রয়েছে প্রতিবেশী রাজ্য জালিস্কোতে, গুয়ানাজুয়াতোতে প্রবেশ করছে, যেখানে সান্তা রোসা দে লিমা গ্রুপ বেশিরভাগ জ্বালানি চুরি এবং চোরাচালান নিয়ন্ত্রণ করে।

গত মাসে, ইরাপুয়াতো শহরে একটি বিয়ার হলে ১২ জন নিহত হয় এবং সেপ্টেম্বরে তারিমোর একটি পুল হলে বন্দুকযুদ্ধে ১০ জন নিহত হয়।

 

এসএই

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ