• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মহড়ার সময় রয়্যাল সৌদি এয়ার ফোর্সের যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ১১:০৯ পিএম

মহড়ার সময় রয়্যাল সৌদি এয়ার ফোর্সের যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের কিং আব্দুল আজিজ এয়ার বেস প্রশিক্ষণ গ্রাউন্ডে মহড়ার সময় রয়্যাল সৌদি এয়ার ফোর্সের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে অক্ষত রয়েছেন পাইলটরা। সৌদি প্রেস এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, রোববার রাতে নিয়মিত মহড়া চলাকালে কারিগরি ত্রুটির কারণে রয়্যাল সৌদি এয়ার ফোর্সের এফ-১৫এস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, বিমানটিতে থাকা দুই পাইলটই নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছে।

এছাড়া এ দুর্ঘটনার কারণে ভূমিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যয়নি। দুর্ঘটনা তদন্তে একটি প্যানেল কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, এফ-১৫ ঈগল হল সব আবহাওয়ায় চলার উপযোগী একটি টুইন-ইঞ্জিন বিমান। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ