প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ১১:০৯ পিএম
সৌদি আরবের কিং আব্দুল আজিজ এয়ার বেস প্রশিক্ষণ গ্রাউন্ডে মহড়ার সময় রয়্যাল সৌদি এয়ার ফোর্সের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে অক্ষত রয়েছেন পাইলটরা। সৌদি প্রেস এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।
সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, রোববার রাতে নিয়মিত মহড়া চলাকালে কারিগরি ত্রুটির কারণে রয়্যাল সৌদি এয়ার ফোর্সের এফ-১৫এস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, বিমানটিতে থাকা দুই পাইলটই নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছে।
এছাড়া এ দুর্ঘটনার কারণে ভূমিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যয়নি। দুর্ঘটনা তদন্তে একটি প্যানেল কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, এফ-১৫ ঈগল হল সব আবহাওয়ায় চলার উপযোগী একটি টুইন-ইঞ্জিন বিমান। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।
এআরআই