প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৬:৩৭ পিএম
শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে কেনসিংটন এবং অ্যালেগেনি অ্যাভিনিউ এলাকায় একটি বারের কাছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি কালো গাড়ি ফুটপাতে ভিড়ের মধ্যে টেনে নিয়ে গুলি চালায়। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে একটি সিবিএস অনুমোদিত নিউজ চ্যানেল জানিয়েছে, কমপক্ষে ৪০ টি গুলি চালানো হয়েছে।
আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোনো হতাহতের খবর নেই। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গুলির কারণ এখনও জানা যায়নি।
এসএই