প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০৫:২১ পিএম
ইরানের হুমকি এবার সৌদি আরবের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইসসহ আরও বেশ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তা এ উদ্বেগ প্রকাশ করেছেন।
ভয়েস অব আমেরিকার প্রতিবেদন অনুযায়ী, নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা সৌদিদের সঙ্গে সামরিক, কূটনৈতিক, গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে ক্রমাগত যোগাযোগ রাখছি। এই অঞ্চলে আমাদের স্বার্থ আর অংশীদারদের প্রতিরক্ষায় কাজ করতে দ্বিধা করব না আমরা।’
অ্যাসোসিয়েটেড প্রেস এবং ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার জানিয়েছে, সৌদি আরব একটি সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে তাদের নিজেদের গোয়েন্দা তথ্য অবহিত করেছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার এক প্রশ্নের জবাবে বলেন, মার্কিন সামরিক কর্মকর্তারা ‘এই অঞ্চলের হুমকি পরিস্থিতি সম্পর্কে উদ্বিগ্ন।’
এর আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং ইরাকের ইরবিলে ইরান হামলা চালাতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন থেকে ইরানজুড়ে হিজাববিরোধী বিক্ষোভ থেকে মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়ার লক্ষ্যে সৌদি আরবে হামলা চালাতে পারে ইরান। রিয়াদের এই হামলার আশঙ্কার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে এ সব দেশের কর্তৃপক্ষ।
এসএই/কিউ/এএল