• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

করোনায় বিশ্বজুড়ে ৭১৩ মৃত্যু, শনাক্ত আড়াই লাখের বেশি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ০৪:৪৩ পিএম

করোনায় বিশ্বজুড়ে ৭১৩ মৃত্যু, শনাক্ত আড়াই লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১৩ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে অর্ধশত। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৯৫ হাজার ৬২৪ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ২৭৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে সোয়া এক লক্ষাধিক। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৯ লাখ ২২ হাজার ৭৫ জনে।

বুধবার (২ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২৮০ জন এবং মারা গেছেন ৫২ জন। এনিয়ে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৮৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৬ হাজার ৭১১ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। গেল ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫২৯ জন এবং মারা গেছেন ২০১ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৪ লাখ ৯৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৯৫ হাজার ৬৪৬ জন মারা গেছেন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ২৭১ জন। এনিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৬৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ২৭০ জনের।

এআরআই/এএল

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ