• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইউক্রেনজুড়ে আবারো রাশিয়ার হামলা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৭:৫৬ পিএম

ইউক্রেনজুড়ে আবারো রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনজুড়ে রাশিয়া আবারো বড় ধরণের মিসাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা। বহু জায়গায় বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (৩১ অক্টোবর) রাজধানী কিয়েভে কমপক্ষে দুইটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আক্রান্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। খবর রয়টার্সের।

কিয়েভে অন্তত ১০টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিদ্যুতের পাশাপাশি মোবাইল সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের বিভিন্ন এলাকায়।

উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ শহরে জরুরি অবকাঠামোতে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ইহর তেরেখভ। এছাড়াও জাপোরিঝঝিয়া ও চেরকাসি শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইয়ুরি ইহনাত জানিয়েছেন, হামলা চালাতে নিজেদের কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে রাশিয়া।

 

এসএএস

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ