• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বিশ্বে করোনায় পাঁচ শতাধিক মৃত্যু, শনাক্ত ২ লাখ ২১ হাজার

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০২:২৬ পিএম

বিশ্বে করোনায় পাঁচ শতাধিক মৃত্যু, শনাক্ত ২ লাখ ২১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩৩ জনের। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯৩ হাজার ১৯৩ জনে। এ সময়ে শনাক্ত হয়েছে ২ লাখ ২১ হাজার ৪১৬ জন। ফলে বিশ্বে করোনায় মোট শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ২৪১ জনে।

বিশ্বে গত একদিনে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ইতালি, তাইওয়ান, জাপান, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার (৩০ অক্টোবর) এ তথ্য জানা গেছে।

সংক্রমণের দিক দিয়ে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৫২৩ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৫৮ জনের। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৫৯৪ জনের। এছাড়া শনাক্তের সংখ্যা ২ কোটি ২২ লাখ ৩২ হাজার ৬৪০ জন।

এ সময়ে দক্ষিণ কোরিয়ায় মৃত্যু হয়েছে ৩১ জনের এবং করোনায় আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ২৯৬ জন। ফলে এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা ২৯ হাজার ১৩১ এবং ২ কোটি ৫৫ লাখ ৪ হাজার ২৮৮ জন।

এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকায় রাশিয়ার গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ১০৭ জন এবং মারা গেছেন ৭৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৯২২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯০ হাজার ২৯ জনের।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৭৯৯ জন এবং মারা গেছেন ৭৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ২৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১০১ জনের।

 

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ