• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মাস্ক ব্যবহার করতে বলায় দোকানিকে হত্যা

প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৩:২৬ পিএম

মাস্ক ব্যবহার করতে বলায় দোকানিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। সে কারণে বিশ্বব্যাপী মাস্ক ও টিকা ব্যবহারে সচেতনতা কার্যক্রম চলছে। অথচ সেই সচেতনতামূলক কাজটি করতে গিয়ে অনেককেই বিব্রতকর প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছে।  মাস্ক ব্যবহারের কথা বলায় খরিদ্দারের গুলিতে প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রে এক দোকানের ক্যাশিয়ার। সোমবার (১৪ জুন) ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে। হামলার ঘটনায় হামলাকারীসহ দোকানের এক প্রহরী গুরুতর আহত হয়েছেন। 

হামলাকারীর নাম ভিক্টর টাকার। মাস্ক ছাড়াই তিনি দোকানে প্রবেশ করেছিলেন। দায়িত্বরত ক্যাশিয়ার তাকে মাস্ক পরিধান করতে বলার পরই শুরু হয় বাগ্বিতণ্ডা। একপর্যায়ে ওই ক্যাশিয়ারকে গুলি করেন টাকার। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্যাশিয়ারের।

ঘটনার সময় হামলাকারীকে ঠেকাতে ভেতরে ঢোকেন দোকানের প্রহরী। এ সময় টাকার তাকেও গুলি করেন। কিন্তু গায়ে বুলেট ভেস্ট থাকায় প্রাণে বেঁচে যান তিনি। এ সময় প্রহরীও তাকে গুলি করেন।

স্থানীয় পুলিশ জানায়, গোলাগুলির ঘটনায় দোকানের ক্যাশিয়ার নিহত হয়েছেন। এ ছাড়া হামলাকারী ও প্রহরী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামীম/এম. জামান
আর্কাইভ