• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

মধ্যরাতে বাংলাদেশে হানা দেবে সিত্রাং, নিরাপদ থাকবে কলকাতা

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ১২:২৫ এএম

মধ্যরাতে বাংলাদেশে হানা দেবে সিত্রাং, নিরাপদ থাকবে কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক

উপকুলের দিকে ভয়াল রূপে ধেয়ে আসছে সিত্রাং। শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে তা। মধ্যরাতের পর বাংলাদেশে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে । এই ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে ত্রিপুরাতেও। তবে সামান্য ঝড়-বৃষ্টি ছাড়া নিরাপদেই থাকবে কলকাতা।

সোমবার (২৪ অক্টোবর) ভারতের আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে। তারা জানায়, এদিন মধ্যরাতের পর বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা আইল্যান্ড ও সন্দীপের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিত্রাং।

সবথেকে বেশি প্রভাব পড়বে, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায়। গোসাবা কুমিরমাড়ি ও হিঙ্গলগঞ্জে ক্ষতির আশঙ্কা রয়েছে। আংশিক প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে। সামান্য প্রভাব পড়বে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কিছু অংশে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি আংশিক মেঘলা আকাশ। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতার পাশাপাশি বলা হয়েছে, বিকেলে ৬০-৭০ ও মাঝরাতের পর ১০০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াসহ ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে দমকা ঝড়ো হাওয়া সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে।

কলকাতাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার ৩০ থেকে ৪০ কিলোমিটার সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে আর মঙ্গলবার ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।

মৎস্যজীবীদের রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে সোম ও মঙ্গলবার। এ কারণে দুই চব্বিশ পরগণায় বাঁধের ক্ষতি হতে পারে।

পর্যটকদের সতর্ক করা হয়েছে। সমুদ্র তীরবর্তী সমস্ত বিনোদনমূলক রাইড বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমস্ত ফেরি চলাচল সোম ও মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ