• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

জার্মানে যাত্রীবাহী বিমান নিখোঁজ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ১২:২৯ পিএম

জার্মানে যাত্রীবাহী বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় জার্মানির একটি ছোটো যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিমানটি নিখোঁজ হয়। খবর এএফপি।

জার্মানির জননিরাপত্তা মন্ত্রী জর্জ টরেসে বলেন, ‍‍`মেক্সিকো থেকে একটি ছোট বিমান পাঁচজন জার্মান নাগরিককে নিয়ে কোস্টারিকায় নিখোঁজ হয়েছে। আমরা মেক্সিকো থেকে লিমনের পূর্বাঞ্চলীয় প্রদেশে বিমানবন্দরগামী একটি ব্যক্তিগত ফ্লাইটের বিষয়ে সতর্কতা পেয়েছি।‍‍`

একটি ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‍‍`বিমানটি কোস্টারিকান ক্যারিবিয়ানের লা ব্যারা দে প্যারিসমিনার কাছে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযোগ হারায়। আমরা দ্রুত বিমানটির অবস্থান শনাক্ত করার জন্য অভ্যন্তরীণ প্রোটোকল সিস্টেম সক্রিয় করেছি। কিন্তু এর কয়েক ঘণ্টা পরে রাত হয়ে যাওয়ায় এবং খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান স্থগিত করা হয়।‍‍`

 

এসএএস

আর্কাইভ