প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ০৭:৪৯ এএম
আগামী পাঁচ বছরের জন্য পুনরায় চীনের সর্বোচ্চ ক্ষমতাশালীর চেয়ারে বসলেন শি জিনপিং। মাও সে তুং-এর রেকর্ড ভেঙে চীনের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন শি জিনপিং। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শি-র ক্ষমতার মেয়াদ বাড়ায় তাকে উচ্ছ্বসিত অভিনন্দন বার্তা দিয়েছেন। শি-র ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, তার প্রতি দলের এই সমর্থন শি-র `শীর্ষ রাজনৈতিক কর্তৃত্ব`ই প্রমাণ করে। পুতিন শিকে বলেছেন, দুই দেশের মধ্যে সামগ্রিক সম্পর্ক আরও উন্নত হবে বলে তিনি আশাবাদী।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, শি-র অনুগতদেরেই পলিটব্যুরোর সদস্য করা হয়েছে আর এর মাধ্যমে তিনি গণপ্রজাতন্ত্রী দেশটির প্রতিষ্ঠাতা নেতা মাও জেদং`য়ের পর সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করে তুলেছেন।
চীনের বিশ্ব অর্থনীতির অংশ হবার প্রক্রিয়া সাম্প্রতিক বছরগুলোতে নানা সমস্যার সম্মুখীন হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বাণিজ্য যুদ্ধের মুখে চীনকে পড়তে হয়েছে। অভ্যন্তরীণ নীতি বিষয়ে শি ইঙ্গিত দিয়েছেন, তিনি দেশের ভেতর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ আরও জোরদার করবেন। তিনি বলেছেন, চীনা সমাজের মেরুদণ্ড ঋজু রাখার কাজ তিনি চালিয়ে যাবেন।
এসএএস