• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে নামার আনুষ্ঠানিক ঘোষণা সুনাকের

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ১০:৩৪ পিএম

প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে নামার আনুষ্ঠানিক ঘোষণা সুনাকের

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটেনের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা হবার লড়াইয়ে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। রোববার (২৩ অক্টোবর) বিবিসির এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানা যায়। 

এক টুইট বার্তায় সুনাক নিশ্চিত করেছেন, তিনি কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে নামছেন। তিনি বলেন, ‘ব্রিটেন একটি চমৎকার দেশ কিন্তু আমরা গভীর অর্থনৈতিক সমস্যার মুখোমুখি। এই কারণে আমি কনজারভেটিভ পার্টির নেতা এবং আপনাদের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে দাঁড়িয়েছি।

এ ছাড়া তিনি ব্রিটেনের অর্থনীতির দুর্দশা কাটাতে এবং দলকে ঐক্যবদ্ধ করবেন বলে জানান।

এআরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ