• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ১২:৫৬ এএম

ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের অরুণাচল প্রদেশে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার  বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২১ অক্টোবর) আপার সিয়াং জেলার চিনগিং গ্রামের কাছে ভারতীর সেনাদের অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) বিধ্বস্ত হয়।

আপার সিয়াং জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জুমার বাসারের বরাত দিয়ে বার্তা সংস্থা এইএনআইয় জানায়, ঘটনাস্থলের সঙ্গে সড়কপথে যোগাযোগের উপায় নেই।

সেনাবাহিনীর সদস্যদের বহনকারী হেলিকপ্টারটি শুক্রবার সকালে লিকাবালি থেকে উড্ডয়নের পর সকাল স্থানীয় সময় ১০টা ৪৩ মিনিটে বিধ্বস্ত হয়। নিয়মিত টহলের অংশ হিসেবে এটি যাত্রা করেছিল।

একটি ঝুলন্ত সেতু ছাড়া ওই গ্রামে যাওয়ার কোনো সড়কপথ নেই। সেনাবাহিনী ও বিমানবাহিনীর যৌথ দল উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

চলতি মাসে অরুণাচল প্রদেশে এটি দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এ মাসের শুরুতে তাওয়াংয়ের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একজন পাইলট নিহত হয় এবং আরও কয়েকজন আহত হন।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ