• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় স্যুয়ারেজের ট্যাংকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২, ০৯:৫৫ এএম

মালয়েশিয়ায় স্যুয়ারেজের ট্যাংকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আদালত প্রতিবেদক

মালয়েশিয়ায় পেরাক রাজ্যের তাইপিং শহরে স্যুয়ারেজের বিষাক্ত গ্যাসের ট্যাংকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (২১ অক্টোবর) নির্মাণ সাইটে স্যুয়ারেজ ট্যাংকে পড়ে মৃত্যু হয় ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি শ্রমিকের। তবে বাংলাদেশি ওই শ্রমিকের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

এ ঘটনায় উদ্ধার কাজে গিয়ে মিথেন গ্যাসের কারণে আক্রান্ত হয়েছেন মালয়েশীয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী।

পেরাক রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে জরুরি একটি ফোন কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার কর্মীরা।

তিনি বলেন, নির্মাণ কাজ করতে গিয়ে ওই বাংলাদেশি ৩ মিটার গভীর ট্যাঙ্কের নীচে পড়ে যায়। এর পর দমকল বাহিনীর কর্মীরা প্রতিরক্ষামূলক পোশাক পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় স্যুয়ারেজ থেকে উদ্ধার করে তাকে উপরে নিয়ে আসে।

এ ছাড়া ওই এলাকার অন্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে কর্তৃপক্ষকে। কর্মীদের বিপজ্জনক পরিবেশে কাজে নামতে বাধ্য করা হয়েছে কিনা সেটি জানতে তদন্তের ঘোষণা দিয়েছে পুলিশ।

 

এসএএস/এএল

আর্কাইভ