• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২, ১১:১৬ পিএম

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় একটি তীর্থযাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কেদারনাথ মন্দির থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি রুদ্রপ্রয়াগের গারুদ চট্টির কাছে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে তীর্থযাত্রীরা ছিলেন। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টার থেকে পাইলট ও ৬ তীর্থযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, খারাপ আবহাওয়ার কারণে দূরের কিছু দেখতে না পাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথোরিটির সিইও সি রবি শংকর বলেছেন, ‘সঠিক তদন্তের পর দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে।’

এদিকে হিন্দুস্তান টাইমস সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথোরিটির কর্মকর্তাদের বরাতে বলেছে, উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের কাছে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেটিতে চালক আর ৬ তীর্থযাত্রী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।

জেডআই/

আর্কাইভ