• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বে করোনায় আরও ৬১৬ জনের মৃত্যু, শনাক্ত ২ লাখ ৭৪ হাজার

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৪:১১ পিএম

বিশ্বে করোনায় আরও ৬১৬ জনের মৃত্যু, শনাক্ত ২ লাখ ৭৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৫৯১ জন।

এ নিয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭০ হাজার ৮৩৪ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৫৬৯ জন।

রোববার (১৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

বিশ্বে গত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়াতে। অন্যদিকে শনাক্তের দিক দিয়ে এ সময়ে শীর্ষে অবস্থান করছে ফ্রান্স।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (১৬ অক্টোবর) এ তথ্য জানা গেছে।

গত একদিনে যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৮৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৭০ জনের।

করোনার শুরু থেকে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৯০ হাজার ৩৭৪ জনের। আর শনাক্ত হয়েছে ৯ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ৬৪১ জন।

দক্ষিণ কোরিয়ায় এ সময়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। আর আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৭৫৭ জন। ইতালিতে করোনা শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৯৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৭৩ জনের।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬৭ জনের। আর শনাক্ত হয়েছে ৩৫ হাজার ১৩৮ জন। এ সময়ে রাশিয়াতে মৃত্যু হয়েছে ৯৮ জনের। আর শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩৮৪ জন।

তাইওয়ানেও শনাক্তের সংখ্যা বেশ ঊর্ধ্বগতি। দেশটিতে গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৫১০ জন এবং মৃত্যু হয়েছে ৭৭ জনের।

এএস

আর্কাইভ