• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৫:২৯ পিএম

পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নুর মেসকানজাইকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার সন্ধ্যায় বাসিমা-খারান মহাসড়কের মধ্য খারান শহরের একটি মসজিদের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

খারানের পুলিশ সুপার আসিফ হালিম বলেন, খারান এলাকায় মসজিদের বাইরে মুহম্মদ নুর মেসকানজাইকে হামলাকারীরা গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্শবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানেই তার তার মৃত্যু হয়।

প্রাক্তন প্রধান বিচারপতির ওপর কেন গুলি চালানো হয়েছে, তা নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

বিচারকের মৃত্যুতে শোক প্রকাশ করে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বিজেঞ্জো বলেছেন, ‘তার সেবা অবিস্মরণীয়। শান্তির শত্রুদের কাপুরুষোচিত আক্রমণ জাতিকে ভয় দেখাতে পারে না ‘

মাসকানজাই একটি যুগান্তকারী রায় লিখেছেন যাতে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে শরিয়াবিরোধী ঘোষণা করা হয়েছে। বেলুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে।

প্রসঙ্গত, খারানকে বালুচিস্তান প্রদেশের অন্যতম বিপজ্জনক এলাকা বলে গণ্য করা হয়। এর আগেও খারানে সরকারবিরোধী একাধিক জঙ্গি হামলা চালানো হয়েছে।

এএস/এএল

আর্কাইভ