• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জেরেমি হান্ট যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৪:০৯ এএম

জেরেমি হান্ট যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

দায়িত্ব গ্রহণের ছয় সপ্তাহের মধ্যেই বরখাস্ত হয়েছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কাওয়াসি কাওয়ারতেং। একইসঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। শুক্রবার (১৪ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় এ নিয়োগের কথা জানিয়েছে।

এর আগে, কোয়াসি কোয়াটেং দায়িত্ব নিয়ে একটি মিনি বাজেট ঘোষণা করেন। এর প্রভাবে যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিতে ধস নামে। ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের রেকর্ড দরপতন হয়।

দায়িত্ব নেওয়ার পর ছয় সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হন কোয়াসি কোয়াটেং। যুক্তরাজ্যের ইতিহাসে দ্বিতীয় কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করলেন কোয়াসি। ১৯৭০ সালে মাত্র ৩০ দিনের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ইয়ান ম্যাকলিয়ড। দায়িত্ব পাওয়ার ৩০ দিনের দিন হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন।

জেরেমি হান্ট এর আগে দুবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নেতৃত্বের দৌড়ে নেমে সফল হতে পারেননি। একবার তিনি বরিস জনসনের কাছে হেরে যান এবং পরেরবার দলের নেতৃত্বের প্রতিযোগিতায় প্রথম দফার ভোটেই হেরে বাদ পড়েন। শেষ পর্যন্ত কনজারভেটিভ দলের নেতৃত্বে জয়ী হন লিজ ট্রাস প্রধানমন্ত্রী হন। ওই প্রতিযোগিতায় জেরেমি হান্ট লিজ ট্রাসের প্রতিপক্ষ সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে সমর্থন করেছিলেন।

জেডআই/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ