• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সিরিয়ায় সেনাবাহিনীর বাসে হামলা, নিহত ১৮

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ০৬:১২ পিএম

সিরিয়ায় সেনাবাহিনীর বাসে হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কে সেনাবাহিনীর বাস লক্ষ্য করে চালানো হামলায় ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হন ২৭ সেনা সদস্য। বৃহস্পতিবার সিরিয়ার দামেস্কের গ্রামাঞ্চলে এ ঘটনা ঘটে । খবর বার্তা সংস্থা এপির।

এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জানা যায়- কয়েক মাসের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। সেনাদের বহনকারী একটি বাস রাজধানী থেকে বাইরে যাচ্ছিল। দামেস্কের খুব কাছেই এ বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে- আইএস বা জঙ্গি সংগঠনটির সমর্থনপুষ্ট কোনো দল এ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। গত জুনেও রাক্কা শহরে সামরিক বাসে হামলা চালিয়ে ১৩ সেনাকে হত্যা করে আইএস।

এএস/এএল 

আর্কাইভ