• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মার্কিন পুলিশ অফিসারসহ ৫ জনকে হত্যা

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ০৩:৫৫ পিএম

মার্কিন পুলিশ অফিসারসহ ৫ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রে একজন অফ-ডিউটি পুলিশ অফিসারসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে এ ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (১৪ অক্টোবর) প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এরইমধ্যে অভিযুক্ত ব্যক্তির খোঁজে নিরাপত্তা সংস্থাগুলো ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। শহরের একটি অংশ বন্ধ রেখে এ তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম ডব্লিউটিভিডি টেলিভিশন জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে লম্বা বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ কিশোর বলে মনে করা হচ্ছে। একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ।

নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগের মেয়র মেরি-অ্যান বাল্ডউইন সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় অন্য একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুইজন আহত হয়েছেন ও তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র : রয়টার্স

এএস

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ