• ঢাকা সোমবার
    ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

সিরিয়ায় সামরিক বাসে বোমা বিস্ফোরণে ১৮ সেনা নিহত

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ০৪:৪৬ এএম

সিরিয়ায় সামরিক বাসে বোমা বিস্ফোরণে ১৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার দামেস্কে একটি সামরিক বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দামেস্কের গ্রামাঞ্চলে সেনাবাহিনীর বাসে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আরও ২০ জন আহত হয়েছে। খবর রয়টার্সের।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কয়েকমাসের মধ্যে যুদ্ধক্ষেত্রে সক্রিয় না থাকা সেনাদের ওপর এটিই অন্যতম ভয়াবহ হামলা। বিশেষ করে দামেস্কের গ্রামাঞ্চলসহ সামরিক বাসে হামলা বেড়েই চলেছে।

তবে হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। ঘটনায় সিরিয়ার কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিস্ফোরণে ১৭ সৈন্য নিহত হয়েছে।

সিরিয়ায় এক দশকের সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং দেশটি ভেঙে পড়েছে। সিরিয়ার সরকারি সৈন্যরা বিরোধী যোদ্ধাদের কাছে যে এলাকা হারিয়েছিল তার অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে।

দামেস্ক এবং সরকার নিয়ন্ত্রিত সিরিয়ার অন্যান্য অংশের আশেপাশে সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে।

জেডআই/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ