প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ১০:৫৯ এএম
পুতিনের কঠোর সমালোচক ভ্লাদিমির কারা-মুর্জাকে মানবাধিকার পুরস্কার দেয়া হয়েছে। `পুতিনের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করায়` তাকে ভাস্লাভ হাভেল হিউম্যান রাইটস প্রাইজ দিয়েছে মানবাধিকার সংস্থা দ্য কাউন্সিল অব ইউরোপ।
সোমবার (১০ অক্টোবর) এ পুরস্কার ঘোষণার সময় ইউরোপীয় মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বলা হয় `আজকের রাশিয়ায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে দাঁড়ানোর অবিশ্বাস্য হিম্মত দেখিয়েছেন কারা মুর্জা এবং জেল থেকে এখনও সেই সাহস দেখিয়ে চলেছেন।`
কারা-মুর্জার আইনজীবী জানান, গ্রেফতারের পরই তাকে কারাগারে পাঠায় পুলিশ।
অভিযোগ রয়েছে, এর আগে তাকে ২০১৫ ও ২০১৭ সালে তাকে দুবার বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয় রুশ কর্তৃপক্ষ।
চলতি বছরের ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এর প্রতিক্রিয়ায় মানবাধিকার সংস্থা দ্য কাউন্সিল অব ইউরোপ থেকে রাশিয়াকে বহিষ্কার করা হতে পারে এমন গুঞ্জন শুরু হয়। এর মধ্যেই মার্চ মাসে সংস্থাটি থেকে সদস্যপদ প্রত্যাহার করে মস্কো।
এসএএস