প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৭:০২ পিএম
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দক্ষিণাঞ্চলে অবস্থিত লাস তেজারিয়াস শহরে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভয়াবহ ভূমিধসে ২৫ জন নিহত হয়েছেন। এবং নিখোঁজ রয়েছেন ৫২ জন।
সোমবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
স্থানীয় সময় রোববার সকালে দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, শনিবার (৮ অক্টোবর) রাত থেকে ভারি বৃষ্টিপাতের ফলে আশপাশের পাহাড় থেকে বড় বড় গাছের গুঁড়ি এবং ধ্বংসাবশেষ কারাকাসের ৪০ মাইল (৬৭ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তেজেরিয়াস শহরের আবাসিক এলাকায় এসে পড়ে। এতে মানুষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষি জমি ক্ষতির মুখে পড়েছে।
মাত্র ৮ ঘণ্টায় ১ মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে উল্লেখ করে রদ্রিগেজ বলেন, এত পরিমাণ বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয় ও খাবার পানীয়র ব্যবস্থা বন্যার পানিতে ভেসে যায়।
তিনি আরও বলেন, শহরজুড়ে কাদা ও পাথরের নিচে আটকে পড়া লোকদের খুঁজে বের করাই এখন আমাদের প্রধান কাজ। সামরিক বাহিনীর সদস্য ও উদ্ধারকর্মীরা বেঁচে যাওয়া মানুষদের খোঁজে নদীর তীরে অনুসন্ধান চালাচ্ছেন বলেও জানান রদ্রিগেজ।
এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই পরিস্থিতিকে কঠিন এবং বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।
উপ-বেসামরিক সুরক্ষামন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা জানিয়েছেন, জরুরি বিভাগের প্রায় এক হাজার সদস্য উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, প্রায় ৭৩ হাজার বাসিন্দার শহর তেজেরিয়াসের রাস্তাগুলো এখন কাদা, নুড়ি-পাথর, এলোমেলোভাবে গাছ ও গাছের ডালে ভরা এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।
রাজধানী কারাকাস থেকে লাস তেজারিয়াস শহরের দূরত্ব প্রায় ৬৭ কিলোমিটার (৪২ মাইল)। চলতি বছরের লা নিনা আবহাওয়ার কারণে ভেনেজুয়েলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। লা নিনা মূলত প্রাকৃতিকভাবেই ঘটে থাকে। এটি প্রশান্ত মহাসাগরে শীতলতা এবং সাধারণত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় আর্দ্র পরিস্থিতি নিয়ে আসে।
এএস/এএল